ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

গণ বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগের শিক্ষার্থীদের ইফতার

গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৬ ঘণ্টা, জুলাই ১২, ২০১৫
গণ বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগের শিক্ষার্থীদের ইফতার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার: সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে গণ বিশ্ববিদ্যালয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ৪র্থ তলায় অনুষ্ঠিত এ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক মীর মুর্ত্তজা আলী বাবু, সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগের শিক্ষক এবং অধ্যয়নরত প্রতিটি ব্যাচের শিক্ষার্থীদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করার যায়।



অনুষ্ঠানের শুরুতেই সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান তাহমিনা সুলতানা বক্তব্যে বলেন, এমন উদ্যোগ নেওয়ার জন্য সবার প্রতি শুভেচ্ছা ও ধন্যবাদ। আগামী দিনগুলোও যেন সুন্দর এবং সুশৃঙ্খল হয় এই কামনা করি।

ইফতার মাহফিলে একই বিভাগের শিক্ষক ড. মো. ইসহাক আলী সবার মঙ্গল কামনা করেন।  

বাংলাদেশ সময়: ০২০৫ ঘণ্টা, জুলাই ১২, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।