ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কালাইয়ে এসএসসিতে এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১০ ঘণ্টা, জুলাই ২১, ২০১৫
কালাইয়ে এসএসসিতে এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জয়পুরহাট: ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব কালাইয়ের (ইউসাক) উদ্যোগে ঈদ পূণর্মিলনী অনুষ্ঠানে এবারের এসএসসি পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত ৭০ জন ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া ২০ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ২টায় কালাই উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউসাকের সভাপতি স্বজন রহমান।



অনুষ্ঠানে কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বাদল চন্দ্র হালদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন।

সংবর্ধনা অনুষ্ঠানে রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন- পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মো. খায়রুল আলম, কালাই ডিগ্রি কলেজের অধ্যক্ষ ধজেন্দ্রনাথ দাস, হাতিয়র কামিল মাদ্রাসার অধ্যক্ষ আমিনুল ইসলাম, শিরট্টি কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী ও কালাই পৌরসভার মেয়র তৌফিকুল ইসলাম তালুকদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউসাকের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রিমন।

বাংলাদেশ সময়: ২২০৯ ঘণ্টা, জুলাই ২১, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ