ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শিক্ষামন্ত্রীর এপিএসকে উপ কলেজ পরিদর্শক নিয়োগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, জুলাই ২১, ২০১৫
শিক্ষামন্ত্রীর এপিএসকে উপ কলেজ পরিদর্শক নিয়োগ

ঢাকা: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সহকারী একান্ত সচিবের (এপিএস) পদ থেকে প্রত্যাহারের পর মন্মথ রঞ্জন বাড়ৈকে ঢাকা শিক্ষা বোর্ডের উপ কলেজ পরিদর্শক পদে নিয়োগ দেওয়া হয়েছে।

সংস্কৃতের সহকারী অধ্যাপক বাড়ৈকে এ নিয়োগ দিয়ে মঙ্গলবার (২১ জুলাই) আদেশ জারি করে শিক্ষা মন্ত্রণালয়।



শিক্ষা ক্যাডারের আলোচিত এ কর্মকর্তাকে আগের দিন মন্ত্রীর এপিএস পদ থেকে প্রত্যাহার করে শিক্ষা মন্ত্রণালয়ে তার চাকরি ন্যস্ত করে আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

শিক্ষা ক্যাডারের কর্মকর্তা মন্মথ শিক্ষামন্ত্রী প্রথম দফায় দায়িত্ব নেওয়ার পর থেকে তার এপিএস হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। গত সাড়ে ৬ বছরের বেশি সময় যাবত বদলি, পদোন্নতি, পদায়ন ও নিয়োগসহ বিভিন্ন খাতে প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

২০১৪ সালেও তিনি ছিলেন বিতর্কের কেন্দ্রবিন্দু।

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, জুলাই ২১, ২০১৫
এমআইএইচ/কেএইচ

** শিক্ষামন্ত্রীর এপিএসকে অব্যাহতি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ