ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

ঈদের ছুটি শেষে খুলেছে রাবি, ক্লাস শুরু শনিবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৫
ঈদের ছুটি শেষে খুলেছে রাবি, ক্লাস শুরু শনিবার

রাজশাহী: ঈদ‍ুল ফিতরের টানা ১৫ দিন ছুটি শেষে খুলেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ৯টায় বন্ধ আবাসিক হলগুলো সব খুলে দেওয়া হয়।



রাবি জনসংযোগ দফতর সূত্র বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছে।

জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. ইলিয়াছ হোসেন বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার সকাল ৯টায় সকল আবাসিক হল খুলে দেওয়া হয়েছে। আগামী শনিবার (২৫ জুলাই) থেকে যথারীতি ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এর আগে বুধবার (২২ জুলাই) সকাল ৯টা থেকেই প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে বলেও জানান তিনি।

এদিকে, ছুটি শেষে শিক্ষার্থীরা ফিরতে শুরু করায় আবারও কোলাহলে মুখর হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

গত ১১ জুলাই ঈদুল ফিতর উপলক্ষে টানা ১৫ দিনের ছুটি ঘোষণা করা হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)।

বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৫
এসএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।