সাভার: ঈদের ছুটি শেষে শনিবার (২৫ জুলাই) খুলেছে সাভারের গণ বিশ্ববিদ্যালয়। তবে ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি তেমন একটা চোখে পড়েনি।
এদিন ক্যাম্পাস ঘুরে দেখা যায়, শিক্ষার্থীদের উপস্থিতি কম। অনেকেই ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। আবার অনেকে এখনও ঈদ শেষে ঢাকায় ফেরেননি। সব মিলিয়ে পূর্ণ কার্যক্রম জমে উঠতে সময় লাগবে।
এদিকে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে গত মঙ্গলবার (২১ জুলাই)। অফিস রুমে কাজ চলছে আগের মতোই।
বিশ্ববিদ্যালয় ক্যান্টিন, ফুচকাচত্বর কিংবা প্রধান গেটেও শিক্ষার্থীদের পদচারণা ছিল কম।
বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৫
আইএ