ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

মুক্তিযুদ্ধ নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৫
মুক্তিযুদ্ধ নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণ

ঢাকা: মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতার চেতনা ও মূল্যবোধ প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ধারণ ও লালনের লক্ষ্যে ‘স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস’ শীর্ষক সবার জন্য আবশ্যিক বিষয়ে কলেজ শিক্ষকদের একটি বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম আয়োজন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

সোমবার (২৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



এতে বলা হয়, প্রতি ব্যাচে ১২০ জন করে প্রাথমিক পর্যায়ে ২টি ব্যাচে মোট ২৪০ জন প্রশিক্ষণার্থীকে (কলেজ শিক্ষক) প্রশিক্ষণ দেওয়া হবে।

মঙ্গলবার ২৮ জুলাই এই বিশেষ প্রশিক্ষণ কোর্সের ১ম ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে। আর দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ শুরু হবে ১০ আগস্ট থেকে।

নভেম্বর-ডিসেম্বর মাসেও একই বিষয়ের ওপর আরও দু’টি ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হবে।

মুক্তিযুদ্ধের সংগঠক, সম্মুখ সমরে নেতৃত্বদানকারী বীর সৈনিক, ইতিহাসবিদ, অধ্যাপক, গবেষক ও প্রথিতযশা রাজনৈতিক ব্যক্তিরা প্রশিক্ষণে কার্যক্রমে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত থাকবেন।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৫
পিআর/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ