ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

সুনামগঞ্জে পাসের হারে ছেলেরা, জিপিএ-৫ এ মেয়েরা এগিয়ে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৫
সুনামগঞ্জে পাসের হারে ছেলেরা, জিপিএ-৫ এ মেয়েরা এগিয়ে

সুনামগঞ্জ: সিলেট শিক্ষাবোর্ডের অধীনে এবারের এইচএসসি পরীক্ষায় সুনামগঞ্জে পাসের হারে এগিয়ে রয়েছে ছেলেরা এবং জিপিএ-৫ এ এগিয়ে মেয়েরা।

রোববার (০৯ আগস্ট) পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।



এবার জেলার ১১টি উপজেলায় ৪ হাজার ৫৩৪ জন ছাত্র  এবং ৫ হাজার ৩৩২ জন ছাত্রী পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে ৩ হাজার ৪২০ ছাত্র ও ৩ হাজার ৯৯৮ ছাত্রী  পাস করে। ছাত্রদের পাসের হার ৭৫ দশমিক ৪৩ শতাংশ এবং মেয়েদের ৭৫ দশমিক ১২ শতাংশ। তবে  জিপিএ-৫ পেয়েছে ১৭ ছাত্র ও ৩৭ ছাত্রী।

এদিকে, সুনামগঞ্জে মোট ৯ হাজার ৮৫৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৭ হাজার ৪১৮ জন। জেলায় পাসের হার ৭৫ দশমিক ২৭ শতাংশ।

সুনামগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের শিক্ষা কল্যাণ শাখা বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
 
বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।