ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

‍কুমিল্লায় স্বর্ণা হত্যার বিচার দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৫
‍কুমিল্লায় স্বর্ণা হত্যার বিচার দাবিতে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুমিল্লা: কুমিল্লা ইস্টার্ন মেডিকেল কলেজের ছাত্রী উম্মে আয়মন সুলতানা স্বর্ণা হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থী ও চিকিৎসকেরা।

সোমবার (০৩ আগস্ট) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাবিলা এলাকায় ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালের সামনে প্রায় ৫শ শিক্ষার্থী ও চিকিৎসকেরা এ মানববন্ধন করেন।



এ সময় ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. কলিম উল্লাহ, কলেজের উপাধ্যক্ষ ডা. আতাউর রহমান, মৃত স্বর্ণার বাবা ডা. এম এ খালেকসহ স্বজনরা উপস্থিত ছিলেন।

মেধাবী ছাত্রী স্বর্ণার হত্যাকারী তার স্বামী ও অন্যান্য অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি জানান বক্তারা।

গত ৩১ জুলাই সন্ধ্যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়ার শশীদলে শ্বশুড় বাড়িতে খুন হন ইস্টার্ন মেডিকেল কলেজের নবম ব্যাচের চতুর্থ বর্ষের ছাত্রী উম্মে আয়মন স্বর্ণা। পরে এ ঘটনায় স্বর্ণার স্বামীকে প্রধান আসামি করে ৬ জনের বিরুদ্ধে মামলা করা হয়। এরইমধ্যে স্বর্ণার শ্বশুড় নুরুল ইসলামকে আটক করেছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।