ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

এইচএসসি’র প্রশ্ন ফাঁসে আটক আরও ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩১ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৫
এইচএসসি’র প্রশ্ন ফাঁসে আটক আরও ৩ ছবি: প্রতীকী

ঢাকা: এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকায় রাজধানীর ডেমরা এলাকা থেকে আরও ৩ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (০৩ আগস্ট) দিবাগত গভীর রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।



আটকের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া সেন্টারে উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুনতাসিরুল ইসলাম।

তিনি বলেন, এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের দায়ে তাদের আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ‍ভুয়া জাতীয় পরিচয়পত্র, অবৈধ সিমকার্ড জব্দ করা হয়।

মঙ্গলবার (০৪ আগস্ট) বেলা সাড়ে ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানান তিনি।

এর আগে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে একই এলাকা থেকে তিন কলেজ শিক্ষককে আটক করে গোয়েন্দা পুলিশ।

বাংলাদেশ সময়: ০৯৩৩ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৫
এনএইচএফ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।