ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

ড্যাফোডিল ইউনিভার্সিটিতে ক্যারিয়ার প্ল্যানিং সেমিনার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২২ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৫
ড্যাফোডিল ইউনিভার্সিটিতে ক্যারিয়ার প্ল্যানিং সেমিনার

ঢাকা: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে সম্প্রতি ‘ডাটা সেন্টার ডিজাইনিং অ্যান্ড ক্যারিয়ার প্লানিং’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়টির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



বাংলাদেশ ব্যাংকের ইনফরমেশন সিস্টম ডেভেলপমেন্ট বিভাগের সিনিয়র সিস্টেম এনালিস্ট ও বাংলাদেশ কম্পিউটার সোসাইটির সাধারণ সম্পাদক দেবদুলাল রায় সেমিনারে প্রধান বক্তা হিসাবে বক্তব্য উপস্থাপন করেন।

ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ড এ কে এম ফজলুল হকের সভাপতিত্বে সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক শাহিনা হক, মো. তসলিম আরেফিন, সিনিয়র প্রভাষক ইঞ্জিনিয়ার মো. জহিরুল ইসলাম ও  প্রভাষক মো. মাহফুজুর রহমান প্রমুখ।

সেমিনারে ডাটা সেন্টরের ডিজাইন, এর বিভিন্ন প্রযুক্তি, চ্যালেঞ্জ এবং সুযোগ সুবিধা সম্পর্কে আলোচনা করা হয়।

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।