ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ছিল নজির সৃষ্টিকারী ঘটনা

শিক্ষা ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৫
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ছিল নজির সৃষ্টিকারী ঘটনা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: স্নায়ুযুদ্ধকালীন বিশ্ব রাজনীতিক পরিমণ্ডলে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ছিল নজির সৃষ্টিকারী ঘটনা।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের জন্য ‘স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়’ শীর্ষক বিশেষ প্রশিক্ষণ কার্যক্রমের ১০ম দিনে বক্তব্যকালে বৃহস্পতিবার (০৬ আগস্ট) গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন এ মন্তব্য করেন।



তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংসদীয় গণতন্ত্র, সাংবিধানিক শাসনে আজীবন বিশ্বাসী ছিলেন বলেই স্বাধীনতার দশ মাসের মধ্যে ’৭২ এর সংবিধান, সংসদীয় গণতন্ত্র ও পনের মাসের মধ্যে নির্বাচন করা সম্ভব হয়েছিল।

যুদ্ধ বিধ্বস্ত দেশকে দ্রুত পুনর্গঠিত করে বঙ্গবন্ধু যখন দেশের সার্বিক উন্নয়নে এগিয়ে যাচ্ছিলেন, ঠিক সে সময়ে মুক্তিযুদ্ধের পরাজিত দেশি-বিদেশি চক্র ষড়যন্ত্রের আশ্রয় নিয়ে ১৯৭৫’র ১৫ই আগস্ট তাকে সপরিবারে হত্যা করে।

কিন্তু বঙ্গবন্ধুকে হত্যা করা হলেও ঘাতক চক্র তার আদর্শকে যে হত্যা করতে পারেনি তা আজ প্রমাণিত, যোগ করেন ড. কামাল।

এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।