ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জামালপুর আশেক মাহমুদ কলেজে ৭ বিষয়ে মাস্টার্স চালু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৫
জামালপুর আশেক মাহমুদ কলেজে ৭ বিষয়ে মাস্টার্স চালু

জামালপুর: জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজে নতুন সাতটি বিষয়ে স্নাতকোত্তর কোর্স চালু করা হয়েছে।

শনিবার (০৮ আগস্ট) দুপুরে এ উপলক্ষে কলেজ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।



সভায় প্রধান অতিথির বক্তব্যে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেন, জামালপুরে ইকোনমিক জোন নির্মাণ ও সাংস্কৃতিক পল্লীসহ এরইমধ্যে একটি টেক্সটাইল কলেজ নির্মাণের অনুমতি একনেকে পাস হয়েছে।

এছাড়া জামালপুরে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপনসহ আশেক মাহমুদ কলেজকে ডিজিটালাইজড করতে সব ধরণের সুযোগের ব্যবস্থা করা হবে।

সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ মুজাহিদ বিল্লাহ ফারুকীর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আনোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকি বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ চৌধুরী, কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, জেলা ছাত্রলীগের সভাপতি নিহাদুল আলম নিহাদ প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে কলেজের বিএনসিসি দল প্রতিমন্ত্রীকে গার্ড অব অর্নার প্রদান করেন।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ