ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

কুমিল্লা বোর্ডে তিন বিভাগেই মেয়েরা এগিয়ে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৬ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৫
কুমিল্লা বোর্ডে তিন বিভাগেই মেয়েরা এগিয়ে

কুমিল্লা: এবারের এইচএসসি পরীক্ষায় কুমিল্লা বোর্ডে পাসের হারের দিক থেকে তিনটি বিভাগেই ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে।

এবার এ বোর্ডে পাশের হার ৫৯ দশমিক ৮ শতাংশ।

গতবার এই হার ছিল ৭০ দশমিক ১৪ শতাংশ।

কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্র জানায়, বিজ্ঞান বিভাগে মোট পরীক্ষার্থী ছিল ১৪ হাজার ২৫৪ জন। পরীক্ষায় অংশ নেয় ১৪ হাজার ১২২ জন। এর মধ্যে পাশ করেছে ১০ হাজার ৫৭৯ জন। এ বিভাগে পাশের হার ৭৪ দশমিক ৯১ শতাংশ, যার মধ্যে ছেলেদের পাসের হার ৭৩ দশমিক ৮৩ শতাংশ ও মেয়েদের পাসের হার ৭৬ দশমিক ৪৭ শতাংশ।

মানবিক বিভাগে মোট পরীক্ষার্থী ছিল ৪১ হাজার ১৯৪ জন। পরীক্ষায় অংশ নেয় ৪০ হাজার ৬৮৩ জন। এর মধ্যে পাস করেছে ২০ হাজার ৯০৮ জন। এ বিভাগে পাশের হার ৫১ দশমিক ৩৯ শতাংশ, যার মধ্যে ছেলেদের হার ৫০ দশমিক ০৩ শতাংশ ও মেয়েদের হার ৫২ দশমিক ১০ শতাংশ।

ব্যবসায় শিক্ষা বিভাগে মোট ৪৫ হাজার ৬৩২ পরীক্ষার্থীর মধ্যে ৪৫ হাজার ১৬১ জন পরীক্ষা দেয়। এর মধ্যে পাস করেছে ২৮ হাজার ২৯১ জন। এ বিভাগে পাশের হার ৬২ দশমিক ৬৪ শতাংশ। এর মধ্যে ছেলেদের হার ৫৯ দশমিক ৬১ শতাংশ ও মেয়েদের হার ৬৬ দশমিক ৮৪ শতাংশ।

তিনটি বিভাগে মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ১ হাজার ৮০ জন। পরীক্ষায় অংশ নেয় ৯৯ হাজার ৯৬৬ জন। এর মধ্যে পাস করেছে ৫৯ হাজার ৭৭৮ জন। তিনটি বিভাগে মোট পাশের হার ৫৯ দশমিক ৮০ শতাংশ, যার মধ্যে ছেলেদের হার ৫৯ দশমিক ৩১ শতাংশ ও মেয়েদের হার ৬০ দশমিক ২৬ শতাংশ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবার কুমিল্লা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৪৫২ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৭৫৪ জন ও ছাত্রী ৬৯৮ জন।

বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।