ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

পাবনা ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৫
পাবনা ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ ৫

পাবনা: ২০১৫ সালের এইচএসসি পরীক্ষায় পাবনা ক্যাডেট কলেজ থেকে অংশগ্রহণকারী সবাই জিপিএ ৫ পেয়েছে।

পাবনা ক্যাডেট কলেজ থেকে ৫৪ জন পরীক্ষায় অংশগ্রহণ করে সবাই জিপিএ ৫ পেয়েছে।



পাবনা ক্যাডেট কলেজের অধ্যক্ষ সেলিমা আহমেদ বাংলানিউজকে বলেন, অধ্যাবসায়, নিয়মানুবর্তিতা ও শিক্ষকদের নিবিড় পর্যবেক্ষণের ফলে প্রতি বছরের মতো এবারও পাবনা ক্যাডেট কলেজ সাফল্যের ধারা অব্যাহত রেখেছে। তবে শিক্ষা বোর্ডে ও জেলায় তার প্রতিষ্ঠান কততম তিনি জানাতে পারেননি।

রাজশাহী শিক্ষা বোর্ডের দেওয়া ফলাফলে এবার জেলার কোনো সমীক্ষা না থাকায় জেলার সর্বমোট পাসের হার, জিপিএ ৫ প্রাপ্তদের সংখ্যা ও সেরা দশের তালিকা করা সম্ভব হচ্ছে না।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।