ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

শিক্ষা

শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে ক্লাস বর্জন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৭, আগস্ট ৯, ২০১৫
শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে ক্লাস বর্জন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর: শ্রীপুরে ছাত্রীদের ইভটিজিং করার প্রতিবাদ করায় কলেজ শিক্ষককে প্রাণনাশের হৃমকি দেন বহিরাগত দুই যুবক। এর প্রতিবাদে ক্লাস বর্জন করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।



রোববার (০৯ আগস্ট) দুপুরে শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকার আব্দুল আউয়াল কলেজে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সুমন মিয়া ও সোহেল রানা নামে দুই যুবক ওই কলেজের মেয়েদেরকে প্রায়ই উত্যক্ত করতেন। মেয়েরা বিষয়টি কলেজের প্রভাষক হুমায়ূন কবিরকে জানান। হুমায়ূন কবির যুবকদের ডেকে এনে উত্যক্ত করা থেকে বিরত থাকতে বলেন। এরপর তারা হুমায়ূন কবিরকে হত্যার হুমকি দেন।

এ ঘটনার প্রতিবাদে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা দুপুর থেকে ক্লাশ বর্জন করেন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

এ বিষয়ে আব্দুল আউয়াল কলেজের অধ্যক্ষ দিলীপ কুমার রায় বাংলানিউজকে জানান, ঘটনা সত্য। আজ ক্লাশ বর্জন হয়েছে। এ বিষয়ে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগও করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।