রাজশাহী: রাজশাহী শিক্ষাবোর্ডে পাসের হারের দিক থেকে এবারও ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে রয়েছে।
মোট শিক্ষার্থীর ৮০ দশমিক ৬৭ শতাংশ ছাত্রী সব বিষয়ে পাস করেছে।
অর্থাৎ পাসের হারে ৫ দশমিক ৭৮ শতাংশ পিছিয়ে রয়েছে ছেলেরা। তবে জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে রাজশাহী বোর্ডে এগিয়ে আছে ছেলেরা।
এবার বোর্ডের ২ হাজার ৮৬৫ জন ছাত্র জিপিএ-৫ পেয়েছে। আর ২ হাজার ৩৮৫ জন ছাত্রী পেয়েছে জিপিএ-৫।
এর আগের বছরও পাসের হারে এগিয়ে ছিল মেয়েরা। গতবার মেয়েদের পাসের হার ছিল ৮১ দশমিক ১৮ শতাংশ। আর ছাত্র পাসের হার ৭৬ দশমিক ২৭ শতাংশ ছিল।
ফলাফল ঘোষণা অনুষ্ঠানে রোববার (০৯ আগস্ট) দুপুরে এক সংবাদ সম্মেলনে রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক সামসুল কালাম আজাদ সাংবাদিকদের এ তথ্য জানান।
রাজশাহী শিক্ষা বোর্ডে এবার পাস করেছে ৮১ হাজার ৩৩০ জন। এরমধ্যে ছাত্র পাসের হার ৭৪ দশমিক ৮৯ ও ছাত্রী পাসের হার ৮০ দশমিক ৬৭ শতাংশ।
বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৫
এসএস/এমএ