ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাঙামাটিতে পাসের হার ৪৩ দশমিক ৮২ শতাংশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৫
রাঙামাটিতে পাসের হার ৪৩ দশমিক ৮২ শতাংশ

রাঙামাটি: এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে রাঙামাটিতে পাসের হার ৪৩ দশমিক ৮২ শতাংশ।

জেলায় মোট ৪ হাজার ৮৮৫ শিক্ষার্থী পরীক্ষা দিয়ে পাস করেছেন ২ হাজার ১৪১ শিক্ষার্থী।

এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১১ জন। তারা সবাই রাঙামাটি সরকারি কলেজের শিক্ষার্থী।

জেলা প্রশাসন সূত্র জানায়, রাঙামাটি সরকারি কলেজ থেকে ১ হাজার ৫৪ জনের মধ্যে ৪৮২ জন, রাঙামাটি সরকারি মহিলা কলেজের ৭৪৫ জনের ৩০৭ জন, বাঘাছড়ির কাচালং কলেজের ৫৩০ জনের ৩৩০ জন,  শিজকমুখ কলেজের ২৩২ জনের ১৪২ জন, লংগদুর রাবেতা মডেল কলেজের ২৮২ জনের ১০১ জন, বরকলের রাগীব-রাবেয়া কলেজের ৬২ জনের ৬ জন পাস করেছেন।

এছাড়া কাউখালী ডিগ্রি কলেজের ২৫৭ জনের ৪৫ জন, ঘাগড়া মহাবিদ্যালয়ে ৩১৪ জনের ৪০ জন, সৃজনী কলেজের ২১ জনের ১০ জন, কাপ্তাইয়ের কর্ণফুলী ডিগ্রি কলেজের ৬৩৯ জনের ২৬০ জন, কেপিএম কলেজের ৩৩৬ জনের ১০৮ জন, রাজস্থলী কলেজের ১৩২ জনের  ৪২ জন এবং নানিয়ারচর কলেজের ১৪৭ শিক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৩৩ জন।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ