ঢাকা, বুধবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

সাতক্ষীরায় জিপিএ-৫ পেয়েছে ২৭৮ শিক্ষার্থী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৭ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৫
সাতক্ষীরায় জিপিএ-৫ পেয়েছে ২৭৮ শিক্ষার্থী

সাতক্ষীরা: সাতক্ষীরায় ২০১৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ২৭৮ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে পাস করেছে।

এর মধ্যে এইচএসসিতে ১৪১ জন, বিজনেস ম্যানেজমেন্টে ১২১ জন ও আলীম পরীক্ষায় ১৬ জন জিপিএ-৫ পেয়েছে।

রোববার (৯ আগস্ট) এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়।

সাতক্ষীরা জেলা প্রশাসকের শিক্ষা শাখা সূত্রে জানা গেছে, এবার এইচএসসিতে সাতক্ষীরা সদরে ৮৯ জন, দেবহাটার ৫, শ্যামনগরে ৫, আশাশুনিতে ৩, কলারোয়ায় ১৯, কালিগঞ্জে ১৪ ও তালা উপজেলায় ৬ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

৬৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ (এ প্লাস) পাওয়ায় জেলায় শীর্ষ স্থান অধিকার করেছে সাতক্ষীরা সরকারি কলেজ। এ কলেজের ৮৪৪ জন শিক্ষার্থীর মধ্যে ১৭১ জন অকৃতকার্য হয়েছে। এছাড়া এ গ্রেড পেয়েছে ২৮৬ জন, এ- পেয়েছে ১৪৭ জন, বি পেয়েছে ১০৮ জন, সি পেয়েছে ৬১ জন ও ডি গ্রেড পেয়েছে ২ জন শিক্ষার্থী।

এদিকে, আলীম পরীক্ষায় ১৬ জন জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে সাতক্ষীরা সদর উপজেলায় ৪, শ্যামনগরে ১, আশাশুনিতে ৪ ও তালায় ৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

বাংলাদেশ সময়: ১০৫৭ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।