ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জেএসসি-জেডিসি পরীক্ষা শুরু ১ নভেম্বর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৫
জেএসসি-জেডিসি পরীক্ষা শুরু ১ নভেম্বর ফাইল ফটো

ঢাকা: ১ নভেম্বর থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা শুরু হবে। যা শেষ হবে ১৮ নভেম্বরে।


 
সোমবার (১০ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ে এক সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

সভা শেষে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহ. সাইফুল্লাহ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, শিক্ষা মন্ত্রণালয়ের সভায় ২০১৫ সালের জেএসসি ও জেডিসি পরীক্ষার সূচি নির্ধারণ করা হয়েছে। ১ নভেম্বর শুরু হয়ে পরীক্ষা ১৮ নভেম্বর পর্যন্ত চলবে।

পরীক্ষার বিস্তারিত সূচি পরে জানানো হবে বলে জানান মুহ. সাইফুল্লাহ।

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৫
এমআইএচ/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ