ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে ট্রাস্ট কলেজ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৫
সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে ট্রাস্ট কলেজ

ঢাকা: রাজধানী ঢাকার ট্রাস্ট কলেজ বরাবরের মতো এবারও এইচএসসি পরীক্ষার ফলাফলে সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে। বাংলা ও ইংরেজি ভার্সনে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় এবার মোট ২৯২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

করে এবারের এইচএসসি পরীক্ষায়। এর মধ্যে ৪৮ জন জিপিএ-৫ সহ পাসের হার প্রায় ৯৫%।

২০১৩ সালের এইচএসসি পরীক্ষায় ট্রাস্ট কলেজ ঢাকা শিক্ষা বোর্ডের সেরা  ২০ শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় অবস্থান করে।

ফলাফল সম্পর্কে ট্রাস্ট কলেজের অধ্যক্ষ বশির আহাম্মেদ ভূঁইয়া বলেন, ‘আমাদের ছাত্রছাত্রীরা প্রাইভেট না পড়েও এমন রেজাল্ট করতে পারার প্রধান হাতিয়ার পাঠদান পদ্ধতির ভিন্নতা আর শিক্ষক শিক্ষিকাদের আন্তরিক প্রচেষ্ঠা। আর এই মহান কাজটি সম্ভব হয় একাগ্রতার সাথে শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি এবং অভিভাবকদের আন্তরিক সহযোগিতা।

বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৫
এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ