রাবি: পরবর্তী বর্ষে উত্তীর্ণ হওয়ার ক্ষেত্রে বাধ্যতামূলক ন্যূনতম ক্রেডিট অর্জনের পদ্ধতি বাতিলের দাবিতে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপাচার্যের দপ্তরের সামনে এ কর্মসূচি পালিত হয়।
শিক্ষার্থীদের অভিযোগ, এক বর্ষ থেকে আরেক বর্ষে উত্তীর্ণ হতে তাদের ৪০ ক্রেডিটের মধ্যে ন্যূনতম ৩৩ ক্রেডিট অর্জন করার নিয়ম করা হয়েছে। এর আগে এই ক্রেডিট অর্জন করতে না পারলেও পরবর্তী বর্ষে উত্তীর্ণ হওয়া যেতো। পরবর্তীতে পরীক্ষা দিয়ে ক্রেডিট পূরণের সুযোগ ছিল।
কিন্তু ২০১৩-১৪ শিক্ষাবর্ষ থেকে এ পদ্ধতি তুলে নেওয়া হয়েছে। এখন কোনো শিক্ষার্থী ন্যূনতম ক্রেডিট অর্জন করতে ব্যর্থ হলে পরবর্তী বর্ষে তিনি উত্তীর্ণ হতে পারবেন না। তাকে আগের বর্ষে থেকে পুনরায় পরীক্ষা দিয়ে ন্যূনতম ক্রেডিট অর্জন করতে হবে।
এজন্য বাধ্যতামূলক ন্যূনতম ৩৩ ক্রেডিট অর্জনের নিয়ম বাতিলের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
তবে, তাদের এ দাবি অযৌক্তিক দাবি করে রুয়েটের উপাচার্য অধ্যাপক রফিকুল আলম বেগ বাংলানিউজকে জানান, একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তক্রমে পরবর্তী বর্ষে উত্তীর্ণ হওয়ার জন্য শিক্ষার্থীদের ন্যূনতম ৩৩ ক্রেডিট প্রাপ্তি বাধ্যতামূলক করা হয়েছে। কেউ দুই সেমিস্টারে ন্যূনতম ক্রেডিট অর্জন করতে ব্যার্থ হলে ব্যাক লগ পরীক্ষার মাধ্যমে এ ক্রেডিট অজর্ন করতে পারে। সেখানেও ন্যূনতম ক্রেডিট পূরণ করতে ব্যর্থ হলে তাকে আগের বর্ষেই থাকতে হবে।
উপাচার্য অভিযোগ করেন, ১৩ সিরিজের ৭২৫ জন শিক্ষার্থীদের মধ্যে ২৯ জন শিক্ষার্থী ন্যূনতম ক্রেডিট পাননি। আর এরাই এই ভিত্তিহীন আন্দোলন করছেন বলে দাবি করেন তিনি।
বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৫
এমজেড