ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শিক্ষার ওপর ভ্যাট বাতিলের আহ্বান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৫
শিক্ষার ওপর ভ্যাট বাতিলের আহ্বান ছবি: প্রতীকী

ঢাকা: বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর বাজেটে আরোপ করা ৭ দশমিক ৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) বাতিলের আহ্বান জানিয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির চেয়ারম্যান শেখ কবির হোসেন।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।



শেখ কবির হোসেন বলেন, দেশের সাড়ে ৪ লাখেরও বেশি শিক্ষার্থী বেসরকারি বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা নিচ্ছেন। ৮৩টি বিশ্ববিদ্যালয়ে তারা শিক্ষা গ্রহণ করছেন। যাদের ৭০ ভাগই নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান। এমনিতেই তাদের অভিভাবকদের অনেক কষ্ট করে পড়াতে হচ্ছে। তার ওপর আবার এ ভ্যাগ যুক্ত হওয়াতে অতিরিক্ত অনেক টাকা দিতে হবে।

এ বিষয়টি সরকারের দেখা উচিত বলেও তিনি মন্তব্য করেন। বলেন, উচ্চ শিক্ষার এ বিষয়ে সরকারের নমনীয় হয়ে ভ্যাট প্রত্যাহার করা উচিত।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সেক্রেটারি বেনজীর আহমেদ, ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. আবদুল মান্নান, প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৫
এসএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ