ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বিশ্ববিদ্যালয় কলেজ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ডেপুটি স্পিকার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৫
বিশ্ববিদ্যালয় কলেজ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ডেপুটি স্পিকার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাঘাটা (গাইবান্ধা) থেকে: নিজ নির্বাচনী এলাকা সাঘাটা উপজেলার বোনারপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া।  
 
বুধবার (১২ আগস্ট) সকালে ‘অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া’ নামে তিনতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।


 
গাইবান্ধা জেলার বোনারপাড়া উপজেলায় একমাত্র এ কলেজটিতে সম্প্রতি ৬টি বিষয়ে অনার্স কোর্স চালু করা হয়েছে।
 
এ কলেজে ৪ হাজার ২০০ ছাত্রছাত্রী রয়েছেন বলে জানান কলেজের অধ্যক্ষ ফরহাদ রাব্বী।
 
ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া কলেজের অবকাঠামো উন্নয়নের পাশাপাশি শিক্ষার মান বাড়ানোর তাগিদ দেন।

সাঘাটা নদীভাঙন কবলিত এলাকার মানুষ যেন এই কলেজ থেকে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারেন, সেদিকে শিক্ষকদের সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি।

এ সময় তিনি বলেন, শিক্ষাকে ‘বাণিজ্য’ হিসেবে না দেখে সেবার ব্রত নিয়ে কাজ করতে হবে।
 
তিনি বলেন, এই এলাকার ছেলেমেয়েদের উচ্চশিক্ষার জন্য শহরে যেন না যেতে হয়, সেই মানের শিক্ষাই দিতে হবে।
 
তিনি বলেন, বোনারপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ এলাকার ছেলেমেয়েদের উচ্চশিক্ষার একমাত্র প্রতিষ্ঠান।
 
এদিকে, ডেপুটি স্পিকারের আগমন উপলক্ষে হাজারও উৎসুক মানুষ বুধবার সকাল থেকেই রাস্তার দুই পাশে দাঁড়িয়ে তাকে স্বাগত জানান।
 
বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৫
এসএম/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ