ঢাকা: প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষা আগামী ২২ নভেম্বর শুরু হবে, চলবে ২৯ নভেম্বর পর্যন্ত। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় এ তথ্য জানান।
বাংলানিউজকে তিনি বলেন, পরীক্ষাগুলো সকাল ১১টায় শুরু হয়ে চলবে দুপুর দেড়টা পর্যন্ত। বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের আগের বছরের মতো অতিরিক্ত ২০ মিনিট সময় দেওয়া হবে। পরীক্ষার আগের বছরের মতো ৬০ টাকাই থাকবে।
পরীক্ষার সময়সূচি:
প্রাথমিক সমাপনীতে ২২ নভেম্বর ইংরেজি, ২৩ নভেম্বর বাংলা, ২৪ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ২৫ নভেম্বর প্রাথমিক বিজ্ঞান, ২৬ নভেম্বর ধর্ম ও নৈতিক শিক্ষা ও ২৯ নভেম্বর গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ইবতেদায়িতে ২২ নভেম্বর ইংরেজি, ২৩ নভেম্বর বাংলা, ২৪ নভেম্বর পরিবেশ পরিচিতি সমাজ ও পরিবেশ পরিচিতি বিজ্ঞান, ২৫ নভেম্বর আরবি, ২৬ নভেম্বর কুরআন ও তাজবিদ এবং আকাঈদ ও ফিকাহ্, ২৯ নভেম্বর গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৫
এমআইএইচ/এমজেএফ