ঢাকা: প্রাথমিক শিক্ষা অধিদফতরের অধীন সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার পদে নিয়োগের জন্য প্রিলিমিনারি পরীক্ষা আগামী ২১ আগস্ট অনুষ্ঠিত হবে।
বুধবার (১২ আগস্ট) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওইদিন সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত শুধুমাত্র ঢাকায় এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটায় ১৫৯টি শূন্য পদে সরাসরি নিয়োগের জন্য গত ২৬ ফেব্রুয়ারি বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।
পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) শেখ শাখাওয়াৎ হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রিলিমিনারি পরীক্ষায় কোনো ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না।
১০০টি প্রশ্নের প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর, আর প্রতিটি ভুলের জন্য ০.৫০ নম্বর কাটা যাবে। ঢাকার নয়টি কেন্দ্রে বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ সংক্রান্ত তথ্য পিএসসির ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) পাওয়া যাবে।
গত ২৯ জুন প্রকাশিত আরেক বিজ্ঞপ্তির আওতায় আরও ১৪৪ জন সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার নিয়োগ করা হবে বলে জানায় পিএসসি।
বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৫
এমআইএইচ/জেডএস