বাকৃবি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অনুষদের চতুর্থ বর্ষের মেধাবী শিক্ষার্থী নাজমুস সাকিবের কিডনি প্রতিস্থাপন চিকিৎসার জন্য ১৮ লাখ টাকা সহায়তা দেওয়া হয়েছে।
বুধবার (১২ আগস্ট) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের প্রদেয় বৃত্তির টাকা থেকে ১৮ লাখ টাকার চেক সাকিবের বাবার হাতে তুলে দেন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর।
এ সময় উপস্থিত ছিলেন বাকৃবির প্রক্টর অধ্যাপক ড. এ কে এম জাকির হোসেন, ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. জসিম উদ্দিন খান, সহকারী ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আফজাল হোসেন প্রমুখ।
নাজমুস সাকিব কৃষি অনুষদের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ৩ ভাই-বোনের মধ্যে তিনি বড়। বর্তমানে তিনি ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন। আগামী মাসে কিডনি প্রতিস্থাপনের জন্য তাকে ভারতের অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৫
এসআর