ঢাকা: বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে নিজস্ব ক্যাম্পাসে যাওয়ার ব্যাপারে অগ্রগতি প্রতিবেদন আগামী ৩০ সেম্পেম্বরের মধ্যে জমা দিতে নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে (ইউজিসি) বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ নির্দেশনা দেন।
তিনি বলেন, প্রতিবেদন পাওয়ার পর যারা নিজস্ব ক্যাম্পাসে যায়নি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো। শর্তপূরণে ব্যর্থ বিশ্ববিদ্যালয়গুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহজ হবে।
৫০টি বেসরকারি বিশ্ববিদ্যালয় নিজস্ব ক্যাম্পাসে যাওয়ার বিষয়ে প্রক্রিয়াধীন রয়েছেন বলে জানান নাহিদ।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর ভ্যাট আরোপের বিষয়ে সংশ্লিষ্টদের দাবির মুখে মন্ত্রী বলেন, এ বিষয়ে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা করবো।
ইউজিসি চেয়ারম্যান আব্দুল মান্নানের সভাপতিত্বে মত বিনিময় সভায় আরো বক্তব্য রাখেন ইউজিসি সদস্য, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং চারটি বোর্ডের প্রতিনিধিরা।
বাংলাদেশ সময়:১৪১৭ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৫
এমআইএইচ/জেডএস