ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইবি শিক্ষক সমিতির কর্মবিরতি প্রত্যাহার

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৫
ইবি শিক্ষক সমিতির কর্মবিরতি প্রত্যাহার

ইবি (কুষ্টিয়া): ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক সমিতি কর্তৃক আহুত ২ দফার কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) কর্মসূচি প্রত্যাহারের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মিজানুর রহমান।



এর আগে ৫ আগস্ট ইবি শিক্ষক সমিতির সাধারণ সভা শেষে ১৭, ১৮, ২৪, ২৫ ও ২৬ আগস্ট পূর্ণ কর্মবিরতি পালন করার ঘোষণা দেন। প্রস্তাবিত অষ্টম বেতন কাঠামো বাতিলের দাবিতে তারা এ কর্মসূচি ঘোষণা করেন।

কিন্তু বৃহস্পতিবার এ কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে বলে জানান ড. মিজানুর রহমান। তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাদের দাবিটি বিবেচনায় রেখেছেন। এজন্য আমরা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের নির্দেশে কর্মসূচি প্রত্যাহার করেছি।

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।