ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ভ্যাট কমানোর দাবি

শিক্ষার্থীদের আন্দোলন সমর্থন করেন না অর্থমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৫
শিক্ষার্থীদের আন্দোলন সমর্থন করেন না অর্থমন্ত্রী অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত / ফাইল ফটো

সিলেট: ভ্যাট কমানো ইস্যুতে শিক্ষার্থীদের আন্দোলন সমর্থন করেন না জানিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, যারা ৩০-৫০ হাজার টাকা বেতন দিতে পারে, তারা মাসে সাড়ে ৭ শতাংশ ভ্যাট কেন দেবেন না?

শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে সিলেট সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে বাগবাড়ি শিশু সদনের শিশুদের মধ্যে কাপড় বিতরণের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথাগুলো বলেন তিনি।

তিনি আরও বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর আরোপিত ভ্যাট কমানো হবে না বলেও মন্তব্য করেন তিনি।



অপর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন,  কয়েকটি হত্যার ঘটনা বাদ দিলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভাল রয়েছে। এরপরও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমরা অনেক কাজ করেছি। পুলিশ বাহিনীর সদস্য সংখ্যা গত ৫ বছরে প্রায় ৩০ হাজার বাড়ানো হয়েছে। এ মেয়াদে আরো ৫০ হাজার বাড়ানো হবে। পুলিশকে আধুনিক সরঞ্জাম ও গাড়ি দেওয়া হয়েছে। ফলে সর্বসাকুল্যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে।

এসময় মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরারন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বছর প্রস্তাবিত বাজেটে বেসরকারি বিশ্বিবদ্যালয়ের শিক্ষার ওপর ১০ শতাংশ ভ্যাট আরোপের প্রস্তাব করেন অর্থমন্ত্রী। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে তা সাড়ে ৭ শতাংশে নামানো হয়। শিক্ষার ওপর এ ভ্যাট বাতিলের দাবিতে আন্দোলন চালিয়ে আসছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৫
এনইউ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ