ঢাকা, বুধবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে অন্বেষা মোরসেদ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৭ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৫
গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে অন্বেষা মোরসেদ অন্বেষা মোরসেদ (চেতনা)

ঢাকা: অন্বেষা মোরসেদ (চেতনা) ২০১৫ সালের এইচএসসিতে (উচ্চ মাধ্যমিক) বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দিয়ে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। ঢাকা বোর্ডে ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজ থেকে পরীক্ষায় অংশ নেয় সে।



অন্বেষা বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, জাতীয় পরিবেশ পদক-২০১৫ প্রাপ্ত এবং মানবাধিকার ও পরিবেশবাদি সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ’র প্রেসিডেন্ট অ্যাডভোকেট মনজিল মোরসেদ এবং হালিমা আখতারের একমাত্র মেয়ে।

তার বড় ভাই অভিষেক মোরসেদ (দুর্বার) বুয়েটে তৃতীয় বর্ষের (ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং) ছাত্র। তার দাদা মৃত জবেদ আলি মিয়া একজন বীর মুক্তিযোদ্ধা। তাদের গ্রামের বাড়ি ঝালকাঠি জেলার কীর্ত্তিপাশা ইউনিয়নের বাউলকান্দা গ্রামে। মেধাবী অন্বেষা তার আগামী দিনগুলোর জন্য সবার কাছে দোয়াপ্রার্থি।

বাংলাদেশ সময়: ০৪৩৭ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৫
ইএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।