ঢাকা, বুধবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

স্বতন্ত্র বেতন কাঠামোর দাবিতে বাকৃবিতে কর্মবিরতি

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৫
স্বতন্ত্র বেতন কাঠামোর দাবিতে বাকৃবিতে কর্মবিরতি ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাকৃবি (ময়মনসিংহ): পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামোর দাবিতে কর্মবিরতি পালন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষক সমিতি।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রোববার (১৬ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাকৃবি প্রশাসনিক ভবন সংলগ্ন কৃষি অনুষদের করিডোরে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করেন তারা।



বাকৃবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. খন্দকার শরীফুল ইসলামের সঞ্চালনায় কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন- অধ্যাপক ড. এ এস মাহফুজুল বারী, অধ্যাপক ড ইদ্রিস মিয়া, অধ্যাপক পরেশ চন্দ্র মোদক, অধ্যাপক ড. এ কে এম আজাদ-উদ-দৌলা প্রধান, অধ্যাপক ড. এ কে এম জাকির হোসেন, অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুজ্জামান, অধ্যাপক ড. সাইদুর রহমান প্রমুখ।

কর্মসূচি চলাকালে গণস্বাক্ষর করেন শিক্ষকরা। এছাড়া, দাবি আদায় না হলে সোমবার থেকে পূর্ণ দিবস কর্মবিরতি পালিত হবে বলে জানায় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৫
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।