ঢাকা, বুধবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

বরগুনা কলেজের অধ্যক্ষের অপসারণ দাবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৫
বরগুনা কলেজের অধ্যক্ষের অপসারণ দাবি

বরগুনা: বরগুনা সরকারি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগ।

সোমবার (১৭আগস্ট) বেলা ১১টার দিকে কলেজ ক্যাম্পাসে এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ছাত্রলীগের নেতাকর্মীরা।



এ সময় কলেজের সাধারণ কিছু শিক্ষার্থীও ছাত্রলীগের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন। তারা দীর্ঘদিন ধরে কলেজের উন্নয়নকাজে স্থবিরতা এবং ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক কমনরুমের না থাকায় অধ্যক্ষের অপসারণের দাবি করেন।

পরে কিছু বিক্ষুব্ধ ছাত্র কলেজের অফিস রুমের টেবিল ও জানালার গ্লাস ভাঙচুর করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে শিক্ষার্থীদের দাবি কর্তৃপক্ষকে জানানোর আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করেন শিক্ষার্থীরা।

এ বিষয়ে জানতে চাইলে কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ বাংলানিউজকে বলেন, কলেজের উন্নয়নকাজ চলমান। ছাত্র-ছাত্রীদের যৌক্তিক দাবি লিখিতভাবে জানালে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।