ঢাকা: নতুন প্রজন্মকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
সোমবার (১৭ আগস্ট) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ‘বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে শিক্ষকদের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।
স্বাধীনতা শিক্ষক পরিষদের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
শিক্ষামন্ত্রী বলেন, যুগের সঙ্গে তাল মিলিয়ে নতুন প্রজন্মকে বিশ্বমানের শিক্ষা দিতে হবে। তাদের পরিপূর্ণ শিক্ষায় শিক্ষিত করতে হবে।
‘শিক্ষকরা হচ্ছেন আমাদের শিক্ষা পরিবারের মূল শক্তি। সুতরাং তাদেরই এ গুরু দায়িত্ব পালন করতে হবে,’ বলেন তিনি।
আয়োজক সংগঠনের সভাপতি আব্দুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে সভায় মুহম্মদ শফিকুর রহমান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।
এছাড়া অনুষ্ঠানে স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক শাহজাহান আলম সাজু স্বাগত বক্তব্য দেন।
বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৫
এমইউএম/জেপি/এমএ