ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

গণবিশ্ববিদ্যালয়ে জাতীয় শোক দিবসের আলোচনা

গণবিশ্ববিদ্যালয় করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৫
গণবিশ্ববিদ্যালয়ে জাতীয় শোক দিবসের আলোচনা

ঢাকা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদতবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (আগস্ট ১৭) সাভারের গণবিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


 
গণবিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মেসবাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন-গণবিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক মাহমুদ শাহ কোরেশী, ভৌত ও গাণিতিক বিজ্ঞান অনুষদের ডীন ড. হাসিন অনুপমা আজহারী, গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ফরিদা আদিব খানম, ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক মনসুর মুসা, পরীক্ষা নিয়ন্ত্রক মীর মুর্ত্তজা আলী, প্রভাষক ফারহানা আক্তার, সিনিয়র প্রভাষক ড. কৃষ্ণ‍া ভদ্র, গণবিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ সভাপতি শামীম শুভ প্রমুখ।

অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নিহত সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়াও করা হয়।
 
দোয়া মাহফিল অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রভাষক আবু রায়হান।

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৫
টিআই/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ