ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কর্মসূচিহীন বাকৃবির বিশ্ববিদ্যালয় দিবস

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৫
কর্মসূচিহীন বাকৃবির বিশ্ববিদ্যালয় দিবস

বাকৃবি: মঙ্গলবার (১৮ আগস্ট) ৫৫ বছরে পদার্পণ করল দেশের অন্যতম বিদ্যাপিঠ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। কিন্তু দিবসটি উদযাপনে এ বছর কোনো কর্মসূচির আয়োজন করেনি  বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।



বাকৃবির উপাচার্য ও ছাত্র বিষয়ক উপদেষ্টা অনুপস্থিত থাকায় দিবসটি উদযাপনের উদ্যোগ নেওয়া হয়নি বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

তবে আগামী অক্টোবরে ব্যাপক আয়োজনে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করা হবে বলে জানানো হয়েছে।

এদিকে, বিশ্ববিদ্যালয় দিবসে ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ নিয়ে চাপা ক্ষোভ বিরাজ করছে শিক্ষার্থীদের মধ্যে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, পবিত্র হজ পালনের উদ্দেশে উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর ও ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খানসহ ৪৩ জন শিক্ষক বিশ্ববিদ্যালয় ত্যাগ করেছেন। ২৯ সেপ্টেম্বর দেশে ফিরবেন তারা।

বাকৃবির জনসংযোগ ও প্রকাশনা দফতরের পরিচালক ড. মো. আমিনুর রহমান বাংলানিউজকে বলেন, এবার বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠান আগামী অক্টোবরের শেষের দিকে করা হবে। তবে পরবর্তী বছর থেকে যথাসময়েই দিবসটি উদযাপন করা হবে।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।