ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

নিয়োগ পুনর্বহালের দাবিতে অবস্থান ধর্মঘট

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৫
নিয়োগ পুনর্বহালের দাবিতে অবস্থান ধর্মঘট ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাকৃবি (ময়মনসিংহ): অনিয়ম, দুর্নীতি ও অর্থ লেনদেনের অভিযোগে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) থেকে চাকরিচ্যুত ৯৬ কর্মচারীর নিয়োগ পুনর্বহালের দাবিতে অবস্থান ধর্মঘট পালিত হয়েছে।
 
বুধবার (১৯ আগস্ট) সকাল ৮টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন চাকরিচ্যুত কর্মচারীরা।

বিকেল ৪টা পর্যন্ত এ অবস্থান কর্মসূচি পালিত হয়।    
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, অবৈধভাবে চাকুরিচ্যুত করা হয়েছে- অভিযোগ করে বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে বুধবার সকাল সাড়ে ৮টা থেকে অবস্থান ধর্মঘট শুরু করেন চাকরিচ্যুত কর্মচারীরা। বিকেল ৫টা পর্যন্ত এ কর্মসূচি চলে। বৃহস্পতিবার আবারো অবস্থান ধর্মঘট পালিত হবে বলে জানিয়েছেন তারা।
 
চাকরিচ্যুত কর্মচারীদের অবস্থান ধর্মঘটের বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. এ কে এম জাকির হোসেন বাংলানিউজকে জানান, উপাচার্য হজ থেকে ফিরে না আসা পর্যন্ত বিষয়টি নিয়ে আমাদের কিছু করার নেই।
 
বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৫
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ