ঢাকা, বুধবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

জাবিতে শিশু নির্যাতন বিরোধী বিতর্ক

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০১ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৫
জাবিতে শিশু নির্যাতন বিরোধী বিতর্ক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: ‘দ্রোহের শিখায় গড়ে তুলি প্রতিরোধের প্রাচীর’ স্লোগান ধারণ করে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশনের (জেইউডিও) আয়োজনে তিন দিনব্যাপী ‘জাতীয় শিশু নির্যাতন বিরোধী বিতর্ক-২০১৫’ শুরু হচ্ছে বৃহস্পতিবার।

বুধবার (১৯ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনটির নেতৃবৃন্দ।



সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনটির সাংগঠনিক স¤পাদক ও প্রতিযোগিতার আহ্বায়ক সাদিকা বিনতে মাজহার বলেন, ২০-২২ আগস্ট বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মত ‘জাতীয় শিশু নির্যাতন বিরোধী বিতর্ক-২০১৫’ আয়োজন করা হয়েছে। পাশাপাশি থাকছে ৯ম আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা। আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ৩৬টি বিভাগ অংশগ্রহণ করবে। এছাড়া শিশু নির্যাতন বিরোধী সেমিনার এবং আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ের বিতর্ক অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য অধ্যাপক মো. আবুল হোসেন। ২২ আগস্ট শনিবার এ বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশনের সভাপতি সাব্বির আহমেদ, সহ-সভাপতি ইশরাত শারমিন, সাধারণ সম্পাদক শেখ রাহাত রহমান প্রমুখ।

প্রতিযোগিতায় সহযোগিতা করছে মানুষের জন্য ফাউন্ডেশন।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৫
কেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।