নোবিপ্রবি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উন্মোচন করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথে স্থাপিত এ ম্যুরাল উন্মোচন করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী।
এ সময় নোবিপ্রবি উপাচার্য ড. এম অহিদুজ্জামান, উপ উপাচার্য ড. আবুল হোসেন, রেজিস্ট্রার মো. মমিনুল হক উপস্থিত ছিলেন।
পরে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪০তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী, ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলোজি অ্যান্ড সায়েন্সের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ সামাদ, জাতীয় কবিতা পরিষদের সম্পাদকমণ্ডলীর সদস্য আসলাম সানী, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক ড. শাহাদাত হোসেন নিপু, নোবিপ্রবির উপ উপাচার্য ড. আবুল হোসেন, রেজিস্ট্রার মো. মমিনুল হক, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান প্রমুখ।
বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মাহবুবুর রহমান ও শিরিন আক্তারের সঞ্চালনায় নোবিপ্রবি উপাচার্য ড. এম অহিদুজ্জামান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
বাংলাদেশ সময়: ০২৩০ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৫
এসআর