ঢাকা, বুধবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

রাবি শিক্ষার্থীদের মারধরের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৫
রাবি শিক্ষার্থীদের মারধরের প্রতিবাদে মহাসড়ক অবরোধ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাবি: অটোচালকদের হাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) তিন শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

শনিবার (২২ আগস্ট) দুপুর ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে তারা।



পরে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক তারিকুল হাসানের আশ্বাসে শিক্ষার্থীরা সড়ক অবরোধ তুলে নেয়।

এরআগে বেলা সাড়ে ১১টায় একই দাবিতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে মানববন্ধন করেন।

রাবির প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান বাংলানিউজকে জানান, এ ঘটনায় মামলা করা হয়েছে। এ ধরণের ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে সেজন্য যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।

শুক্রবার রাত সোয়া ১১টার দিকে রাজশাহী শহরের তালাইমারী মোড়ে গন্তব্যস্থলে যাওয়া নিয়ে কথা কাটাকাটির জের ধরে অটোচালকরা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের তিন শিক্ষার্থীকে মারধর করেন।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।