ঢাকা, বুধবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

বঙ্গবন্ধুর মাজারে নোবিপ্রবি শিক্ষক-কর্মকর্তাদের শ্রদ্ধা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৫
বঙ্গবন্ধুর মাজারে নোবিপ্রবি শিক্ষক-কর্মকর্তাদের শ্রদ্ধা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জ: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা।

শনিবার (২২ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি বেদীতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তারা।



এরপর, এক মিনিট নিরবতা পালন, কবর জিয়ারত, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন- নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এম ওয়াহিদুজ্জামান, উপ উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন, রেজিস্ট্রার অধ্যাপক মমিনুল হক, শিক্ষক সমিতির সভাপতি ড. জাহাঙ্গীর সরকার, অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি তারেক রাশেদ উদ্দিন, ভাষা শহীদ আব্দুস সালাম হলের প্রভোস্ট ড. ইউসুফ মিঞা, বিবি খাদিজা হলের প্রভোস্ট মেহেদী মাহমুদুর হাসান, প্রক্টর ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর প্রমুখ।

পরে, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, অফিসার্স অ্যাসোসিয়েশন, কর্মচারী অ্যাসোসিয়েশন ও স্বাধীনতা কর্মকর্তা পরিষদের পক্ষ থেকে বঙ্গবন্ধুর সমাধিতে পৃথক শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৫
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।