জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি): জনসচেতনতার মাধ্যমে দেশে শিশু নির্যাতন বন্ধ করার আহ্বান জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম।
শনিবার (২২ আগস্ট) সন্ধায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশনের উদ্যোগে ‘জাতীয় শিশু নির্যাতন বিরোধী বিতর্ক-২০১৫’ এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।
তারানা হালিম বলেন, এ দেশে শিশু নির্যাতনের মতো খুবই লজ্জাজনক ঘটনা ঘটছে। জনসচেতনার মাধ্যমে এ নির্যাতন বন্ধ করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাবি উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।
২০ থেকে ২২আগস্ট পর্যন্ত চলা আন্তঃবিভাগ ও আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ৩৬টি বিভাগ অংশ নেয়। এতে চ্যাম্পিয়ন হয় দর্শন বিভাগ। আর ব্যবস্থাপনা বিভাগ রানার্সআপ হয়েছে।
এদিকে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় ১৬টি বিশ্ববিদ্যালয় অংশ নেয়। এতে নর্থসাউথ বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন ও শেরে বাংলা নগর কৃষি বিশ্ববিদ্যালয় রানার্স আপ হয়।
বাংলাদেশ সময়: ২২০৬ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৫
এমএ