সিলেট: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) কর্মবিরতি, অবস্থান ধর্মঘট ও স্বাক্ষরগ্রহণ কর্মসূচি পালন করেছেন শিক্ষকরা।
রোববার (২৩ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ক্যাম্পাসে স্বতন্ত্র বেতন স্কেল ও প্রস্তাবিত অষ্টম জাতীয় বেতন কাঠামো পুনঃনির্ধারণসহ বিভিন্ন দাবিতে তারা এ কর্মসূচি পালন করেন।
সমাবেশে বক্তারা বলেন, শ্রীলঙ্কা, ভারত ও পাকিস্তানে মেধাবীদের বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় আকৃষ্ট করতে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। কিন্তু বাংলাদেশের বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সুযোগ-সুবিধা দেওয়া দূরে থাক, ন্যায্য স্বতন্ত্র বেতন স্কেলই দেওয়া হচ্ছে না।
এসময় তারা সিলেকশন গ্রেডে অধ্যাপকের বেতন-ভাতা সিনিয়র সচিবদের সমান করার দাবি জানান।
শিক্ষকরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, তাদের দাবি না মেনে অষ্টম জাতীয় বেতন কাঠামো অনুমোদন করা হলে, পাবলিক বিশ্ববিদ্যালয়ে উদ্ভূত পরিস্থিতির দায়দায়িত্ব তারা নেবেন না।
সমাবেশে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নূর হোসেন মিয়া, সাধারণ সম্পাদক ড. মৃত্যুঞ্জয় কুন্ডু, অধ্যাপক ড. মো. আবুল কাশেম, অধ্যাপক ড. পীযুশ কান্তি সরকার প্রমুখ বক্তব্য রাখেন।
বাংলাদেশ সময়: ১৫২৮ ঘন্টা, আগস্ট ২৩, ২০১৫
এনইউ/এসএস