পবিপ্রবি (পটুয়াখালী): পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
রোববার (২৩ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়টির কেন্দ্রীয় মিলনায়তনে এ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের ডিন প্রফেসর আ ক ম মোস্তফা জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. রবিউল হক।
এ সময় আরো উপস্থিত ছিলেন প্রফেসর আলী আজগর ভুইয়া, প্রফেসর মো. হামিদুর রহমান, প্রফেসর ড. গোলাম রব্বানী, প্রফেসর মোহাম্মদ আলী, প্রফেসর ড. সুলতান মাহমুদ, প্রফেসর বদিউজ্জামান, সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুর রশীদ, সহযোগী অধ্যাপক ড. এ কে এম আব্দুল আহাদ বিশ্বাস, প্রভাষক আব্দুর রউফ, প্রভাষক সজল চন্দ্র শীল প্রমুখ।
আলোচনা সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। পরে বর্ণাঢ্য একটি শোভাযাত্রা বিশ্ববিদ্যালয়ের প্রধান সব সড়ক প্রদক্ষিণ করে।
বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৫
এসইউ