ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

খুবি শিক্ষক সমিতির নির্বাচনের ভোটগ্রহণ শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৫
খুবি শিক্ষক সমিতির নির্বাচনের ভোটগ্রহণ শুরু

খুলনা: ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ৩য় একাডেমিক ভবনে দুপুর ২টায় এ ভোটগ্রহণ শুরু হয়।

চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

বর্তমান খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. সারওয়ার জাহান বাংলানিউজকে জানান, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে।
নির্বাচনে ১৩টি পদে ২৬ প্রার্থী স্বাধীনতা শিক্ষক পরিষদ ও ন্যাশনালিস্ট টিচারস অ্যাসোসিয়েশন (এনটিএ) প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, চূড়ান্ত তালিকা অনুযায়ী ভোটার ৩৫৫ জন। এ নির্বাচনে সভাপতি পদে প্রার্থীরা হচ্ছেন- বর্তমান সভাপতি ইংরেজি ডিসিপ্লিনের প্রফেসর ড. আহমেদ আহসানুজ্জামান ও ইউআরপি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. আশরাফুল আলম।

সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক এটি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. সারওয়ার জাহান ও এফডব্লিউটি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত লড়ছেন।

এছাড়া সহ-সভাপতি পদে এটি ডিসিপ্লিনের প্রফেসর ড. সরদার শফিকুল ইসলাম ও বিএ ডিসিপ্লিনের প্রফেসর মেহেদী হাসান মো. হেফজুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ফার্মেসি ডিসিপ্লিনের প্রফেসর ড. আশিষ কুমার দাস ও বিএ ডিসিপ্লিনের অ্যাসোসিয়েট প্রফেসর শরীফ মোহাম্মাদ খান, কোষাধ্যক্ষ পদে বিএ ডিসিপ্লিনের অ্যাসোসিয়েট প্রফেসর ড. এজাজ আহমেদ খান ও একই ডিসিপ্লিনের অ্যাসিসট্যান্ট প্রফেসর মো. এনামুল হক প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সমাজ কল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক পদে বিজিই ডিসিপ্লিনের অ্যাসোসিয়েট প্রফেসর ড. সৈয়দা রেহানা ও বাংলা ডিসিপ্লিনের অ্যাসিসট্যান্ট প্রফেসর ইমরান কামাল, প্রকাশনা সম্পাদক পদে প্রিন্ট মেকিং ডিসিপ্লিনের অ্যাসিসট্যান্ট প্রফেসর ড. নিহার রঞ্জন সিংহ ও সিএসই ডিসিপ্লিনের অ্যাসিসট্যান্ট প্রফেসর মো. জাহিদুল ইসলাম প্রার্থী হয়েছেন।

সদস্য পদে প্রার্থীরা হলেন- ম্যাথ ডিসিপ্লিনের অ্যাসিসট্যান্ট প্রফেসর আরিফুল ইসলাম, ইসিই ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. মনিরুজ্জামান ও একই ডিসিপ্লিনের অ্যাসোসিয়েট প্রফেসর ড. মো. শামীম আহসান, আর্কিটেকচার ডিসিপ্লিনের অ্যাসোসিয়েট প্রফেসর ড. শেখ সিরাজুল হাকিম, ফার্মেসি ডিসিপ্লিনের অ্যাসিসট্যান্ট প্রফেসর মো. মাহাদি হাসান, ইউআরপি ডিসিপ্লিনের অ্যাসিসট্যান্ট প্রফেসর মো. সালাহউদ্দিন, ড্রয়িং অ্যান্ড পেইন্টিং ডিসিপ্লিনের অ্যাসিসট্যান্ট প্রফেসর মোহাম্মদ নজরুল ইসলাম, ইউআরপি ডিসিপ্লিনের অ্যাসিসট্যান্ট প্রফেসর মোহাম্মদ শরীফুল ইসলাম, ইএস ডিসিপ্লিনের অ্যাসোসিয়েট প্রফেসর মোল্লা মোহাম্মাদ শফিকুর রহমান, এটি ডিসিপ্লিনের অ্যাসিসট্যান্ট প্রফেসর রহিমা নুসরাত রিম্মি, এসএস ডিসিপ্লিনের অ্যাসোসিয়েট প্রফেসর শেখ মোতাসিম বিল্লাহ ও সমাজ বিজ্ঞান ডিসিপ্লিনের অ্যাসিসট্যান্ট প্রফেসর তুহিন রায়।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৫
এমআরএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।