ঢাকা: ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ’র (ইউল্যাব) আয়োজনে শুরু হচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতা। ‘ইউল্যাব-কোড কমব্যাট-২০১৫’ শীর্ষক আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতাটি শুরু হবে শনিবার (২৯ আগস্ট)।
বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বয়ে এ প্রতিযোগিতার আয়োজন করেছে ইউল্যাবের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ এবং ইউল্যাব কম্পিউটার প্রোগ্রামিং ক্লাব।
প্রতিযোগিতায় ইউল্যাব শিক্ষার্থীসহ আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইস্টার্ন ইউনিভার্সিটি এবং অন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও অংশ নেবেন।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, আগস্ট ২৪, ২০০১৫
আইএ/