ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

রাবিতে সায়েন্স ক্লাবের যাত্রা শুরু

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৪ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৫
রাবিতে সায়েন্স ক্লাবের যাত্রা শুরু

রাবি(রাজশাহী): তরুণ প্রজন্মকে বিজ্ঞানের আলোয় গড়ে তুলতে ও বিজ্ঞানের চেতনাকে সবার মাঝে ছড়িয়ে দিতে যাত্রা শুরু করলো রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব।

ক্লাবটির আনুষ্ঠানিক যাত্রা শুরু উপলক্ষে শনিবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করছে সায়েন্স ক্লাব।



সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বিজ্ঞান বিষয়ক আলোচনাসভার আয়োজন করা হয়।

রাবির পদার্থ বিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক প্রফেসর এমিরিটাস অরুন কুমার বসাকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাবি উপাচার্য প্রফেসর মুহাম্মদ মিজানউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপউপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান।

সেখানে বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন প্রফেসর ড. মোরসালিন বিল্লাহ, আইসিডিডিআরবি গবেষক ড. জাহিদ হায়াৎ মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যায়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. তালাল আহমেদ চৌধুরী।

আলোচনাসভা শেষে ক্যাম্পাসে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি সিনেট ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের ডিনস্ কমপ্লেক্সের সামনে এসে শেষ হয়।

এছাড়া সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে উচ্চ শিক্ষা ও বিদেশ গমন বিষয়ক সেমিনারের আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।