গোপালগঞ্জ: প্রস্তাবিত অষ্টম পে-স্কেলে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বেতন স্কেল পুনর্নির্ধারণের দাবিতে রোববার (৩০ আগস্ট) কর্মবিরতির ঘোষণা দিয়েছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) শিক্ষক সমিতি।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী রোববার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই কর্মসূচি পালন করবে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
অষ্টম পে-স্কেলে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বেতন স্কেল পুনরায় নির্ধারণের দাবি না মানা পর্যন্ত এই আন্দোলন চলবে বলে জানিয়েছে বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতি।
কর্মসূচি শেষে বাংলাদেশ শিক্ষক সমিতি থেকে নতুন কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে জানা যায়।
সকাল ১০টার আগে ও দুপুর ১টার পরে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষা কার্যক্রম কর্মবিরতির আওতামুক্ত থাকবে এবং বিভাগের পরীক্ষাসমূহ কর্মবিরতির সময়ও যথারীতি চলবে বলে জানা যায়।
বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৫
আইএ