ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

বিএইউএসটিতে ভর্তি পরীক্ষা ৭ সেপ্টেম্বর

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৫
বিএইউএসটিতে ভর্তি পরীক্ষা ৭ সেপ্টেম্বর ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সৈয়দপুর (নীলফামারী): বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (বিএইউএসটি) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৭ সেপ্টেম্বর।

এদিকে, আগামী ৬ সেপ্টেম্বর পর্যন্ত ভর্তি ফরম পূরণের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।



নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মোয়াজ্জম হোসেন বাংলানিউজকে জানান, অভিভাবকদের অনুরোধে ভর্তি ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। এর আগে ৩০ আগস্ট ছিল ভর্তিচ্ছুদের ফরম পূরণের শেষ দিন।

তিনি জানান, সেনাবাহিনী পরিচালিত বিএইউএসটিতে দ্বিতীয় ব্যাচে ভর্তি পরীক্ষা হবে আগামী ৭ সেপ্টেম্বর। ৩টি বিভাগে মোট ৩০০টি আসন রয়েছে।

বিভাগগুলো হলো মেকানিকেল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ও ‍কম্পিউটার ইঞ্জিনিয়ারিং।

ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য ও ফরম পাওয়া বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে www.baust.edu.bd পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।