ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সিলেটের সুরমা ডিগ্রি কলেজে অনির্দিষ্টকালের ক্লাস বর্জন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৫
সিলেটের সুরমা ডিগ্রি কলেজে অনির্দিষ্টকালের ক্লাস বর্জন

সিলেট: ছাত্রলীগের দু-গ্রুপের সংঘর্ষের জের ধরে সিলেটের দক্ষিণ সুরমা কলেজে অনির্দিষ্টকালের ক্লাস বর্জনের ঘোষণা করা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) বেলা ২টার দিকে শিক্ষকদের এক সভায় এ সিদ্ধান্ত হয়।



সোমবার (৩১ আগস্ট) থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন কর্মসূচি পালন শুরু হবে।

ক্যাম্পাসে ছাত্রলীগের বহিরাগতদের অনুপ্রবেশ বন্ধসহ শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে বলে সভা সূত্রে জানা যায়।

গত শনিবার (২৯ আগস্ট) সিনিয়র-জুনিয়র নিয়ে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ হয়। এতে চার শিক্ষার্থী আহত হলে তাদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
 
দক্ষিণ সুরমা কলেজের অধ্যক্ষ শামসুল ইসলাম বাংলানিউজকে বলেন, বহিরাগত সন্ত্রাসীদের হামলা, পুলিশের নির্লিপ্ততা এসবের প্রতিবাদে কলেজে অনির্দিষ্টকালের ক্লাস বর্জনের সিদ্ধান্ত হয়েছে।

বাংলাদেশ সময়: ০৫৩২ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৫
এনইউ/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।