ইবি: সেশনজট নিরসন, সান্ধ্যকালীন কোর্স বন্ধ ও নতুন বিভাগ চালুসহ পাঁচ দফা দাবিতে স্মারকলিপি দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ।
রোববার (৩০ আগস্ট) দুপুর দুইটায় উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকারের কাছে এই স্মারকলিপি দেন তারা।
এদিকে স্মারকলিপি দেওয়ার সময় ছাত্রলীগের পক্ষ থেকে ইবি ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম, সহ-সভাপতি মিজানুর রহমান মিজু, সাধারণ সম্পাদক অমিত কুমার দাস, যুগ্ম সম্পাদক শাহিনুর রহমান শাহিন, প্রচার সম্পাদক ফাহিমুর রহমান সেতুসহ ছাত্রলীগের অর্ধশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে উল্লেখিত দাবিগুলো হল:
১. শিক্ষকদের নিয়মিত ক্লাস নেওয়া নিশ্চিতকরণ, ২. সেশনজট মুক্ত ক্যাম্পাস গড়া, ৩. সান্ধ্যকালীন কোর্স বন্ধ করা ৪. নতুন বিভাগ চালু করা ও ৫. শিক্ষার সুষ্ঠু পরিবেশ গড়ে তোলা।
এসব দাবি মেনে না নিলে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানিয়েছেন ইবি ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম।
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৫
আরএ